সূচক বাড়লেও লেনদেনে ধীরগতি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ নভেম্বর, ২০১৪ ১২:২৮:২১

ঢাকা: মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতায় মঙ্গলবার দিনের প্রথম ঘণ্টা লেনদেন হয়েছে। তবে টাকার অংকে লেনদেন আগের কার্যদিবসের চেয়ে কিছুটা কম লক্ষ্য করা গেছে।
সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৫০ পয়েন্টে।
এ সময়ে লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৫৭টির আর অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ২০৭ কোটি ৫৬ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ২২৯ কোটি ৮৬ লাখ ২৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
সকাল সাড়ে ১১টায় ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এ সময়ে এ কোম্পানির ৬৩ লাখ ৩৩ হাজার শেয়ার ৩৫ কোটি ৯৪ লাখ ৩ হাজার ১০০ টাকায় লেনদেন হয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক সকাল সাড়ে ১১টায় ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৩৩৫ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৪৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৫২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির। লেনদেন হয়েছে ১৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৮নভেম্বর/জেএস)