logo ১৯ মে ২০২৫
কমেছে সূচক ও লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ নভেম্বর, ২০১৪ ১৫:৫৪:০৫
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ১৮ নভেম্বর মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে এক হাজার ৮১৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ১৫০ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- খান ব্রাদার্স, যমুনা অয়েল, শাহজিবাজার পাওয়ার, জেএমআই সিরিঞ্জ, ডেসকো, কেয়া কসমেটিকস, ওয়েস্টার্ন মেরিন, বিইডিএল, ফার্মা এইডস ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।


লেনদেন হয়েছে মোট ৬২৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৪২ পয়েন্ট কমে ৯ হাজার ২৪৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭৯ পয়েন্ট কমে ১২ হাজার ৩৮৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬২ পয়েন্ট কমে ১৫ হাজার ১৪৪ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।


লেনদেন হয় মোট ৫১ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১৮নভেম্বর/জেএস)