ঢাকা: একটি গতিশীল পুঁজিবাজার গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর পাশাপাশি বড় বড় সিকিউরিটিজ হাউজগুলোর দায়িত্ব অনেক বেশি। তাই শীর্ষ ব্রোকারেজ হাউজের মতামত ও পরামর্শ গ্রহণের মাধ্যমে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতিতে সার্বিক উন্নয়নের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়ার সভাপতিত্বে¡ ডিএসইর পরিচালনা পর্ষদের আজ বৈঠক হয়েছে।
সোমবার শীর্ষ ৩০ টি ব্রোকারেজ হাউজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের সাথে এ বৈঠক হয়। বৈঠকে ডিএসইর নতুন ট্রেডিং সফটওয়্যার ডিএসই-ফ্লেক্সটিপি আগামি ডিসেম্বরে চালু হতে যাচ্ছে। নতুন ট্রেডিং সফটয়্যার চালুর প্রাক্কালে এর সুবিধা-অসুবিধার বিভিন্ন বিষয় নিয়ে শীর্ষ ব্রোকারেজ হাউজের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বর্তমানে বাজার পরিস্থিতিতে ব্রোকার ডিলার ও বিনিয়োগকারীদের কি ধরনের সমস্যা রয়েছে তা শীর্ষ ব্রোকারেজ হাউজের প্রতিনিধিদের কাছ থেকে মতামত নিয়ে কিভাবে সমাধান করা যায় এ বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় ডিএসই’র পরিচালক মো. রুহুল আমিন, এফসিএমএ, মো. শাকিল রিজভী, খাজা গোলাম রসুল, শরীফ আনোয়ার হোসেন দিলীপ এবং ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. স্বপন কুমার বালা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এমএম)