আজও শুরুতেই পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ নভেম্বর, ২০১৪ ১১:২৫:৩৬

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ২৪ নভেম্বর লেনদেনের শুরুতে মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৮১৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৭৭৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ১২৬ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- খান ব্রাদার্স, লাফার্জ সুরমা, বেক্সিমকো ফার্মা, যমুনা অয়েল, বিইডিএল, ওয়েস্টার্ন মেরিন, ন্যাশনাল পলিমার, বেক্সিমকো, জেএমআই সিরিঞ্জ ও গ্রামীণোন।
লেনদেন হয়েছে মোট ৩৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৩ পয়েন্ট কমে ৯ হাজার ১২৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩০০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫১ পয়েন্ট কমে ১৪ হাজার ৯০৮ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৮০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির দাম।
লেনদেন হয় মোট ৩ কোটি ০১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২৪নভেম্বর/জেএস)