কমেছে সূচক ও লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ নভেম্বর, ২০১৪ ১৫:৫৯:৪৩

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ২৩ নভেম্বর মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬১ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২৯ পয়েন্ট কমে এক হাজার ৭৮৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১২ পয়েন্ট কমে এক হাজার ১৩৩ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ২০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ফার্মা এইডস, জেএমআই সিরিঞ্জ, যমুনা অয়েল, বিইডিএল, খান ব্রাদার্স, জিএসপি ফিন্যান্স, আরএসআরএম স্টিল, সোনালী আঁশ ও বিডি থাই।
লেনদেন হয়েছে মোট ৩৪৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১১৬ পয়েন্ট কমে ৯ হাজার ১৩৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১১৪ পয়েন্ট কমে ১২ হাজার ২৮৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৮৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৫৫ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম।
লেনদেন হয় মোট ২৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২৩নভেম্বর/জেএস)