logo ১৯ মে ২০২৫
বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ নভেম্বর, ২০১৪ ১১:৪৪:৫৬
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ২৫ নভেম্বর লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তবে লেনদেনে মন্থর গতি রয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮২৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৭৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১২৫ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, শাহজিবাজার পাওয়ার, সাইফ পাওয়ারটেক, বেক্সিমকো, খান ব্রাদার্স, লাফার্জ সুরমা, বিইডিএল, বেক্সিমকো ফার্মা, সিভিও পেট্রোকেমিক্যাল ও আরএসআরএম স্টিল।


লেনদেন হয়েছে মোট ৪২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৪২ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৭০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৯৬ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম।


লেনদেন হয় মোট ২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৫নভেম্বর/জেএস)