logo ১৮ মে ২০২৫
কমছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ জানুয়ারি, ২০১৫ ১১:৩৪:৪৩
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ১৯ জানুয়ারি মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে ৪ হাজার ৯০৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৮১৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১৬০ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম। লেনদেন হয়েছে মোট ২৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ন্যাশনাল ফিড মিল, সিভিও পেট্রোকেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, অগ্নি সিস্টেমস, ওয়েস্টার্ন মেরিন, ন্যাশনাল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, বিবিএস, ফার্মা এইড ও অলটেক্স।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৬ পয়েন্ট কমে ৯ হাজার ১২০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট কমে ১২ হাজার ১৩৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৯ পয়েন্ট কমে ১৫ হাজার ৬০ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৩টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম। লেনদেন হয় মোট ৪ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/জেএস)