logo ১৮ মে ২০২৫
সূচকে মিশ্র প্রবণতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ জানুয়ারি, ২০১৫ ১২:৩৯:৩৬
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ১৫ জানুয়ারি মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা ০৮ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক সামান্য বেড়ে এক হাজার ৮৪১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭৬ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির দাম। লেনদেন হয়েছে মোট ১২৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বিবিএস, আইডিএলসি, সাইফ পাওয়ারটেক, অ্যাক্টিভ ফাইন, এনভয় টেক্সটাইল, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ঢাকা ডায়িং, গোল্ডেন সন ওয়েস্টার্ন মেরিন।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২ টা ০৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২১৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে ১২ হাজার ২৪৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২২২ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম। লেনদেন হয় মোট ৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/জেএস)