ঊর্ধ্বমুখী প্রবনতায় লেনদেন শুরু
অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ জানুয়ারি, ২০১৫ ১২:০৬:২৭

ঢাকা: সোমবার দেশের উভয় পুঁজিবাজারে মূল্যসূচক ঊর্ধ্বমুখী রয়েছে। একটানা তিন কার্যদিবস নিম্নমুখী থাকার পর ঊর্ধ্বমুখী প্রবনতায় লেনদেন শুরু হয়।দিনের প্রথম ঘন্টা লেনদেন হয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। এ ছাড়া আগের দিনের চেয়ে টাকার অংকে লেনদেনও বেশী লক্ষ্য করা গেছে।
সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৫৪ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১০০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৯৩ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ৫৯ কোটি ৮৭ লাখ ৯২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
সকাল সাড়ে ১১টায় ডিএসইতে সবচেয়ে বেশী শেয়ার লেনদেন হয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজের। এ সময়ে এ কোম্পানির ১৩ লাখ ৪৫ হাজার ৩৫৫টি শেয়ার ৪ কোটি ৯৭ লাখ ৭৮ হাজার টাকায় লেনদেন হয়েছে।
রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৯৪৩ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ৩০৮ কোটি ৪৪ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক সকাল সাড়ে ১১টায় ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২০৪ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ৫১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির। লেনদেন হয়েছে ৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/ ১২ জানুয়ারি / এআর / ঘ.)