সূচকে মিশ্র প্রবণতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ জানুয়ারি, ২০১৫ ১১:৩৮:২৫

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৮ জানুয়ারি লেনদেনের শুরুতে মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯৪৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ৮৫০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ১৮০ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম। লেনদেন হয়েছে মোট ২৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- আলহাজ টেক্সটাইল, ইউনিক হোটেল, শাহজিবাজার পাওয়ার, আইডিএলসি, আরএসআরএম স্টিল, আলহাজ টেক্সটাইল, লাফার্জ সুরমা, সিভিও পেট্রোকেমিক্যাল, খান ব্রাদার্স ও পিএলএফএসএল।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৬ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১ পয়েন্ট কমে ৯ হাজার ১৯০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২৯৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১০ পয়েন্ট কমে ১৫ হাজার ২০৮ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৯২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দাম। লেনদেন হয় মোট ২ কোটি ০৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/৮জানুয়ারি/জেএস)