logo ১৮ মে ২০২৫
বেড়েছে সূচক ও লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ জানুয়ারি, ২০১৫ ১৫:৩০:২৭
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ৬ জানুয়ারি মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৫৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮৬ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯১টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির দাম। লেনদেন হয়েছে মোট ৩১৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা, অগ্নি সিস্টেমস, সাইফ পাওয়ার, আরএসআরএম স্টিল, গ্রামীণফোন, বেঙ্গল উইন্ডসোর, বেক্সিমকো ফার্মা, ওয়েস্টার্ন মেরিন, ডেসকো ও কেপিসিএল।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৮৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২১৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১১২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৩৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৪৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৫৯ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম। লেনদেন হয় মোট ২৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৬জানুয়ারি/জেএস)