তিন কার্যদিবস পর বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ ডিসেম্বর, ২০১৪ ১১:৫৯:৩০

ঢাকা: একটানা তিন কার্যদিবস নিম্নমুখী থাকার পর সোমবার দেশের উভয় পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরে এসেছে। দিনের প্রথম ঘণ্টা লেনদেন হয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। মূল্য সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতার পাশাপাশি এদিন টাকার অংকে লেনদেনও তুলনামুলক বেশি লক্ষ্য করা গেছে।
সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮২৫ পয়েন্টে।
এ সময়ে লেনদেন হওয়া ২৬৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ৬১টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৩৬ কোটি ৩৫ লাখ ১৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ২১ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯৬৫ পয়েন্টে।
এ সময়ে লেনদেন হওয়া ১৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ৪৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির। লেনদেন হয়েছে ২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/জেএস)