logo ১৯ মে ২০২৫
আজও পতনেই শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ ডিসেম্বর, ২০১৪ ১২:১৪:৩২
image

ঢাকা: আগের দিনের ধারাবাহিকতায় বুধবার দেশের উভয় পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে। দিনের প্রথম ঘণ্টায় মূল্য সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও তুলনামূলক কম লক্ষ্য করা গেছে।


সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮২২ পয়েন্টে।


এ সময়ে লেনদেন হওয়া ২৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৭০টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৩৫ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ৪৫ কোটি ২৫ লাখ ১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডর ইউনিট।


অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯০১৭ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ৯৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির।


লেনদেন হয়েছে ৩ কোটি ২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/জেএস)