আজও সূচকে নিম্নগতি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ ডিসেম্বর, ২০১৪ ১১:৫৬:৩৬

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও মূল্যসূচকে নিম্নগতি অব্যাহত রয়েছে। লেনদেনেও মন্থর গতি রয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
এদিকে গত বৃহস্পতিবার ডিএসই’র নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা (অটোমেশন ট্রেডিং সিস্টেম) চালু হওয়ার পর প্রতিদিনই সূচক কমেছে। নতুন ওই সফটওয়্যার চালুর দিন ডিএসইতে গত ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৪ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে ৪ হাজার ৮৭৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৮০২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ১৪৭ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বেক্সিমকো, ফু-ওয়াং ফুড, অগ্নি সিস্টেমস, লাফার্জ সুরমা, বেক্সিমকো ফার্মা, দেশবন্ধু পলিমার, কেয়া কসমেটিকস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও গ্রামীণফোন।
লেনদেন হয়েছে মোট ২১ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৫ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৪ পয়েন্ট কমে ৯ হাজার ১৬৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১২ হাজার ২৯৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১২ পয়েন্ট কমে ১৫ হাজার ৪২ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।
লেনদেন হয় মোট ৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এএম)