logo ১৯ মে ২০২৫
ডিএসইতে নতুন পদ্ধতিতে লেনদেন শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ ডিসেম্বর, ২০১৪ ১০:৫৯:৩৭
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সকাল থেকে চালু হয়েছে নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থার (অটোমেশন ট্রেডিং সিস্টেম)। এ ব্যবস্থায় শেয়ারগুচ্ছ বা লট বলে কিছু থাকছে না। ফলে যেকোনো বিনিয়োগকারী চাইলে তালিকাভুক্ত যেকোনো কোম্পানির একটি শেয়ারও কেনাবেচা করতে পারবেন।


গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই লেনদেন পদ্ধতি চালুর ঘোষণা দেয় ডিএসই। এতে এসব তথ্য জানানো হয়েছে।


অটোমেশন ট্রেডিং সিস্টেম, নতুন লেনদেন পদ্ধতিটি দুটি ভাগে বিভক্ত। যার একটি সরবরাহ করছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান নাসডাক ওএমএক্স। অন্যটি সরবরাহ করছে ফ্লেক্স ট্রেড। নাসডাকের কাছ থেকে নেওয়া যন্ত্রটি এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির লেনদেনযন্ত্র। ফ্লেক্স ট্রেডের সরবরাহ করা যন্ত্রটি ব্যবহৃত হবে বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচার আদেশ, শেয়ার ও প্রয়োজনীয় অর্থসংক্রান্ত তথ্য যাচাই-বাছাইয়ে।


বিনিয়োগকারীরা যেখানে লেনদেন করেন, সেসব ব্রোকারেজ হাউসে এ যন্ত্রটি ব্যবহৃত হবে।


অপরদিকে সর্বশেষ ক্রেতা ও বিক্রেতার মধ্যে শেয়ার কেনাবেচার চূড়ান্ত লেনদেনটি সম্পন্ন হবে নাসডাকের ম্যাচিং ইঞ্জিনে। লেনদেন নিষ্পত্তিতে যেটি ব্যবহার করবে স্টক এক্সচেঞ্জ।


নতুন লেনদেন পদ্ধতি চালু করতে ব্যয় হয়েছে ৩৫ কোটি টাকা। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতেই নতুন লেনদেনযন্ত্রটি বাছাই করা হয়েছে।


ডিএসইর এমডি জানান, বিদ্যমান লেনদেনযন্ত্রে শুধু ইক্যুইটি শেয়ার লেনদেনের ব্যবস্থা রয়েছে। কিন্তু নতুন যন্ত্রে ইক্যুইটি শেয়ার ছাড়াও বিভিন্ন ধরনের নতুন পণ্য লেনদেনে যুক্ত করা যাবে। ফলে ভবিষ্যতে স্টক এক্সচেঞ্জে নতুন পণ্য চালুর ক্ষেত্রেও এটি বেশ সহায়ক হবে।


বাজারে লেনদেনের সময় ব্রোকারেজ হাউসের জন্য কিছু ঝুঁকি থাকে। সেসব ঝুঁকি কমানোর ব্যবস্থা রয়েছে নতুন যন্ত্রে। ফলে ট্রেডার (যাঁরা ব্রোকারেজ হাউসের প্রতিনিধি হিসেবে বিনিয়োগকারীর শেয়ার লেনদেন করেন) ও বিনিয়োগকারীর ওপর ব্রোকারেজ হাউসের নিয়ন্ত্রণ থাকবে।


আজ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে নতুন লেনদেনযন্ত্রটি উদ্বোধন করা হয়। এ জন্য রাজধানীর পাঁচতারকা হোটেল সোনারগাঁওয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।


ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন লেনদেনযন্ত্রটি অনেক বেশি ব্যবহারবান্ধব। এটি নিয়ে বিনিয়োগকারীদের শঙ্কার কিছু নেই।


(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/জেএস)