logo ১৯ মে ২০২৫
বাড়েনি সূচক, বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ ডিসেম্বর, ২০১৪ ১৫:৩৭:৩৪
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ৮ ডিসেম্বর মূল্যসূচক না বাড়লেও লেনদেনের পরিমাণ বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক সামান্য বেড়ে ৪ হাজার ৯৩০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৮২০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য বেড়ে এক হাজার ১৫২ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- আরএন স্পিনিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, কেয়া কসমেটিকস, হামিদ ফেব্রিক্স, শাহজিবাজার পাওয়ার, ডেল্টা স্পিনিং, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মাসিউটিক্যালস, কাশেম ড্রাইসেলস ও ফ্যামিলিটেক্স।


লেনদেন হয়েছে মোট ৪২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৭৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৫০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২১০ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।


লেনদেন হয় মোট ৩২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/জেএস)