logo ১৯ মে ২০২৫
শুরুতেই কমছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ ডিসেম্বর, ২০১৪ ১১:৫১:৩৫
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৪ ডিসেম্বর মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯৭৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১০ পয়েন্ট কমে এক হাজার ৮৪৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ১৬১ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- হামিদ ফেব্রিক্স, কেয়া কসমেটিকস, বেক্সিমকো ফার্মা, সাফকো স্পিনিং, ফার্মা এইডস, বেক্সিমকো, আরএন স্পিনিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, এবি ব্যাংক ও ফু-ওয়াং ফুড।


লেনদেন হয়েছে মোট ৫৯ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১২ পয়েন্ট কমে ৯ হাজার ৩৪৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬২০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১১ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৪৪ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৩টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।


লেনদেন হয় মোট ৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/জেএস)