logo ১৯ মে ২০২৫
সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকে ওঠানামা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ ডিসেম্বর, ২০১৪ ১২:২৯:৩২
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৭ ডিসেম্বর) মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৪৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৮৪১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬২ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- হামিদ ফেব্রিক্স, বেক্সিমকো ফার্মা, জিএসপি ফিন্যান্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, মেঘনা পেট্রোলিয়াম, ইউনাইটেড লিজিং, পিএলএফএসএল, খান ব্রাদার্স, মোজাফ্ফর হোসেন স্পিনিং ও কেয়া কসমেটিকস।


লেনদেন হয়েছে মোট ১১২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৪৫ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩১৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫৭৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৮৩ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।


লেনদেন হয় মোট ৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/জেএস)