logo ১৯ মে ২০২৫
কমেছে সূচক ও লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ ডিসেম্বর, ২০১৪ ১৫:৪৪:৫০
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ৭ ডিসেম্বর মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২১ পয়েন্ট কমে এক হাজার ৮২২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ১৫১ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- হামিদ ফেব্রিক্স, বেক্সিমকো ফার্মা, জিএসপি ফিন্যান্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, মেঘনা পেট্রোলিয়াম, ইউনাইটেড লিজিং, পিএলএফএসএল, খান ব্রাদার্স, মোজাফ্ফর হোসেন স্পিনিং ও কেয়া কসমেটিকস।


লেনদেন হয়েছে মোট ৩৮৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৫৪ পয়েন্ট কমে ৯ হাজার ২৫৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৪৬ পয়েন্ট কমে ১২ হাজার ৪১৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮১ পয়েন্ট কমে ১৫ হাজার ১৮৪ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।


লেনদেন হয় মোট ৪৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/জেএস)