logo ১৯ মে ২০২৫
শুরুতে সামান্য বেড়েছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ ডিসেম্বর, ২০১৪ ১২:১২:৪৭
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ৮ ডিসেম্বর মূল্যসূচকে সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৮২১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৩ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৮টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- আরএন স্পিনিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, কেয়া কসমেটিকস, হামিদ ফেব্রিক্স, শাহজিবাজার পাওয়ার, ডেল্টা স্পিনিং, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মাসিউটিক্যালস, কাশেম ড্রাইসেলস ও ফ্যামিলিটেক্স।


লেনদেন হয়েছে মোট ৯৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৩১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৭১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৬২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৫৫ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।


লেনদেন হয় মোট ৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/জেএস)