ধীরে বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ ডিসেম্বর, ২০১৪ ১১:৫৯:৪৯

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ৯ ডিসেম্বর মূল্যসূচকে সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা সোয়া ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৮২৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৭ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- গ্রামীণফোন, ইউনাইটেড লিজিং, বিডি থাই, কাশেম ড্রাইসেলস, সামিট অ্যালায়েন্স পোর্ট, হামিদ ফেব্রিক্স, সাইফ পাওয়ার, কেয়া কসমেটিকস, খান ব্রাদর্স ও ফু-ওয়াং ফুড।
লেনদেন হয়েছে মোট ৭৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা সোয়া ১১টায় সিএসইর সিএসসিএক্স সূচক ৩২ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩০৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৯৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৬৭ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১০৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম।
লেনদেন হয় মোট ৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/জেএস)