logo ১৯ মে ২০২৫
বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ ডিসেম্বর, ২০১৪ ১১:৫৩:৩৯
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ১০ ডিসেম্বর লেনদেনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৩০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৮ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- হামিদ ফেব্রিক্স, অগ্নি সিস্টেমস, বিডি থাই অ্যালুমিনিয়াম, এসআলম কোল্ড রোল্ড, ওয়ান ব্যাংক, বিকন ফার্মাসিউটিক্যালস, কাশেম ড্রাইসেলস, সামিট অ্যালায়েন্স পোর্ট, আরএন স্পিনিং ও আরএসআরএম স্টিল।


লেনদেন হয়েছে মোট ৪৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩১৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৬৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৭৭ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির দাম।


লেনদেন হয় মোট ৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/জেএস)