logo ১৯ মে ২০২৫
নতুন পদ্ধতিতেও কমছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ ডিসেম্বর, ২০১৪ ১১:৪৯:০৩
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ১১ ডিসেম্বর লেনদেনের শুরুতে মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে লেনদেনে খুবই মন্থরগতি লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৮ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট কমে ৪ হাজার ৯০৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৮২১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ১৫২ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- কাশেম ড্রাইসেলস, সামিট অ্যালায়েন্স পোর্ট, গ্রামীণফোন, হামিদ ফেব্রিক্স, বেক্সিমকো ফার্মা, অগ্নি সিস্টেমস, তুং হাই নিটিং, খান ব্রাদার্স, ওয়েস্টার্ন মেরিন ও বেক্সিমকো।


লেনদেন হয়েছে মোট ৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৭ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৯ পয়েন্ট কমে ৯ হাজার ২৭৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ১২ হাজার ৪২৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২০ পয়েন্ট কমে ১৫ হাজার ২১৭ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৬১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম।


লেনদেন হয় মোট ১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/জেএস)