শুরুতেই পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ ডিসেম্বর, ২০১৪ ১১:৪৬:৫৯

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ১৪ ডিসেম্বর মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে আগের কার্যদিবসের মতো লেনদেনে ধীর গতি রয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৯ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে ৪ হাজার ৯০৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৮১৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য বেড়ে এক হাজার ১৫৬ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- অগ্নি সিস্টেমস, আরএন স্পিনিং, তুং হাই নিটিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, যমুনা অয়েল, বিডি থাই, কাশেম ড্রাইসেলস, আমরা টেকনোলজি, কেয়া কসমেটিকস ও হামিদ ফেব্রিক্স।
এ সময় লেনদেন হয়েছে মোট ২৭ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ১৫ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৫৩ পয়েন্ট কমে ৯ হাজার ২০২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৯৭ পয়েন্ট কমে ১২ হাজার ৩৪৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৭৭ পয়েন্ট কমে ১৫ হাজার ১০৩ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।
লেনদেন হয় মোট ৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/জেএস)