logo ১৯ মে ২০২৫
উভয় পুঁজিবাজারে সূচক নিন্মমুখী,লেনদেনেও মন্থর গতি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ ডিসেম্বর, ২০১৪ ১৩:২৮:২৪
image

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার দেশের উভয় পুঁজিবাজারে মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। লেনদেনেও মন্থর গতি রয়েছে।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৩৬ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক সামান্য কমে এক হাজার ৮০৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১৪৫ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- অগ্নি সিস্টেমস, ওয়েস্টার্ন মেরিন, সামিট অ্যালায়েন্স পোর্ট, লাফার্জ সুরমা, ফু-ওয়াং ফুড, তুং হাই নিটিং, যমুনা অয়েল, আরএকে সিরামিক, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস ও আমরা টেকনোলজি।


লেনদেন হয়েছে মোট ৫১ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ২৩৮ কোটি ৫৮ লাখ টাকা।   


অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র। এদিন বেলা ১১টা ৩১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৪ পয়েন্ট কমে ৯ হাজার ১৩৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১২ হাজার ৩০১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৭ পয়েন্ট কমে ১৫ হাজার পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৭২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।


লেনদেন হয় মোট ৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ২৬ কোটি ৪১ লাখ টাকা। 


(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/ জেডএ.)