logo ১৯ মে ২০২৫
মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা-টাইমস
২১ ডিসেম্বর, ২০১৪ ১২:১০:১৯
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতা রয়েছে।


অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টা ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৮৪৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৭৮৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১৪৩ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দাম।


লেনদেন হয়েছে মোট ৫২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২৩১ কোটি ৩২ লাখ টাকা।             


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৩৭ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৭ পয়েন্ট কমে ৯ হাজার ৯৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৬ পয়েন্ট কমে ১২ হাজার ১৩১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৪৬ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৬২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।


লেনদেন হয় মোট ৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২২ কোটি ৭৮ লাখ টাকা।


(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/এএম)