logo ১৯ মে ২০২৫
দিনশেষে কমেছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ ডিসেম্বর, ২০১৪ ১৬:০৭:১৪
image

ঢাকা: আগের দিনের ধারাবাহিকতা ভেঙ্গে মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে। মূল্য সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও তুলনামুলক কম লক্ষ্য করা গেছে।


দুপুর দেড়টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৩৯ পয়েন্টে।


এ সময়ে লেনদেন হওয়া ৩০৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৯৯টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ১৪৩ কোটি ৪০ লাখ ১৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ১৫৫ কোটি ৬৬ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।


অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দুপুর দেড়টায় ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯০৫৬ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১৪৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির। লেনদেন হয়েছে ৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/জেএস)