বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ ডিসেম্বর, ২০১৪ ১২:১৮:৪৫
ঢাকা: আগের দিনের ধারাবাহিকতা ভেঙ্গে সোমবার দেশের উভয় পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। দিনের প্রথম ঘণ্টায় মূল্য সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও তুলনামুলক বেশি লক্ষ্য করা গেছে।
সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৮৪ পয়েন্টে।
এ সময়ে লেনদেন হওয়া ২৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ৮৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৬২ কোটি ৮২ লাখ ৬২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১১২ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৬৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির। লেনদেন হয়েছে ৬ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/জেএস)