logo ১৮ মে ২০২৫
বেড়েছে সূচক ও লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ ডিসেম্বর, ২০১৪ ১৫:৪০:৪১
image

ঢাকা: দেশের উভয় পুঁজিবাজারে সোমবার মূল্য সূচক ও টাকার অংকে লেনদেন আগের কার্যদিবসের চেয়ে বেড়েছে।


দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ৮৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ১৮৯ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।


সোমবার ডিএসইর টপ-২০ তালিকায় থাকা কোম্পানিগুলোর মোট ৮২ কোটি ৩৭ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৪৩.৪৪ শতাংশ।


এ দিন ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে লাফার্জ সুরমা সিমেন্টের। দিনভর এ কোম্পানির ৮ লাখ ৪২৩টি শেয়ার ৯ কোটি ৭০ লাখ ৯৯ হাজার টাকায় লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৫.১২ শতাংশ।


এ ছাড়া ডেসকোর ৮ কোটি ৯৬ লাখ, এমজেএলবিডির ৬ কোটি ৭৭ লাখ, গ্রামীণফোনের ৬ কোটি ২৭ লাখ, বেক্সিমকো ফার্মার ৪ কোটি ৯৩ লাখ, ব্র্যাক ব্যাংকের ৪ কোটি ৯২ লাখ, আইডিএলসির ৪ কোটি ৪৭ লাখ, সাইফ পাওয়ারটেকের ৪ কোটি ৩৪ লাখ, স্কয়ার ফার্মার ৩ কোটি ৭৭ লাখ এবং অগ্নি সিস্টেমসের ৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৯৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ৫৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির। লেনদেন হয়েছে ১৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/জেএস)