logo ১৮ মে ২০২৫
বাড়ছে সূচক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ ডিসেম্বর, ২০১৪ ১২:০০:২৯
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ৩০ ডিসেম্বর মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৯১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪৩ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দাম।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- মবিল যমুনা, বিডি থাই, বেক্সিমকো, ডেসকো, লাফার্জ সুরমা, এসিআই ফর্মুলেশন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, গ্রামীণফোন, এসিআই ও সাইফ পাওয়ার।


লেনদেন হয়েছে মোট ১৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ০৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ০২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ০৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৪১ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।


লেনদেন হয় মোট ১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/জেএস)