কমছে সূচক ও লেনদেন
ঢাকাটাইমস ডেস্ক
০৭ জানুয়ারি, ২০১৫ ১৫:৫৩:৪৭

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (৭ জানুয়ারি) মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রোববার (৪ জানুয়ারি) শেয়ারবাজারে লেনদেন হয়নি।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৯৬৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৮৫৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১৮৩ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা, হামিদ ফেব্রিক্স, অলটেক্স, ওয়েস্টার্ন মেরিন, মবিল যমুনা, সিভিও পেট্রোকেমিক্যাল, সাইফ পাওয়ার, অগ্নি সিস্টেমস, ডেসকো ও কেপিসিএল।
লেনদেন হয়েছে মোট ২৯৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ৩১৯ কোটি ৬০ লাখ টাকা।
এর আগে বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৮৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৬৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১৯১ পয়েন্ট হয়।
দুপুর ১২টা ৪৭ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৯৬৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৬০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে এক হাজার ১৮৫ পয়েন্টে স্থির হয়।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১৬ পয়েন্ট কমে ৯ হাজার ১৯১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৩ পয়েন্ট কমে ১২ হাজার ২৭৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৭ পয়েন্ট কমে ১৫ হাজার ২১৯ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।
লেনদেন হয় মোট ৩৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ২৪ কোটি ৭১ লাখ টাকা।
(ঢাকাটাইমস/৭জানুয়ারী/টিআর)