সূচক বেড়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ জানুয়ারি, ২০১৫ ১৫:৪৮:০৩

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৮ জানুয়ারি মূল্যসূচক সামান্য বেড়েছে। তবে লেনদেন কিছুটা কমে গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট কমে এক হাজার ৮৫৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ১৮১ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দাম। লেনদেন হয়েছে মোট ২৯৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- আলহাজ টেক্সটাইল, ইউনিক হোটেল, শাহজিবাজার পাওয়ার, আইডিএলসি, আরএসআরএম স্টিল, আলহাজ টেক্সটাইল, লাফার্জ সুরমা, সিভিও পেট্রোকেমিক্যাল, খান ব্রাদার্স ও পিএলএফএসএল।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৩১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৩৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৬৬ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম। লেনদেন হয় মোট ২৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/৮জানুয়ারি/জেএস)