কমেছে সূচক, বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ জানুয়ারি, ২০১৫ ১৬:০১:০৮

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ১১ জানুয়ারি মূল্যসূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৯৪৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে এক হাজার ৮৩৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ১৭৩ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম। লেনদেন হয়েছে মোট ৩০৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- সাইফ পাওয়ার, অগ্নি সিস্টেমস, লাফার্জ সুরমা, অলটেক্স, ইউনিক হোটেল, আইডিএলসি, ফুওয়াং সিরামিক, ঢাকা ডায়িং, ডেসকো ও ফুওয়াং ফুড।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ২৫ পয়েন্ট কমে ৯ হাজার ১৯৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৭ পয়েন্ট কমে ১২ হাজার ২৭৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৭৬ পয়েন্ট কমে ১৫ হাজার ১৭৮ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দাম। লেনদেন হয় মোট ২৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
(ঢাকাটাইমস/১১জানুয়ারি/জেএস)