logo ১৮ মে ২০২৫
শুরুতেই পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ জানুয়ারি, ২০১৫ ১২:১৯:২০
image

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ১৪ জানুয়ারি মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৯৬২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক সামান্য কমে এক হাজার ৮৪৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ১৮০ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম। লেনদেন হয়েছে মোট ১০০ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বিবিএস, অলটেক্স, আইডিএলসি, অ্যাক্টিভ ফাইন, ডেসকো, সাইফ পাওয়ার, ওয়েস্টার্ন মেরিন, ওরিয়ন ইনফিউশন, এমারেল্ড অয়েল ও পিএলএফএসএল।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টা ৩৫ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৩ পয়েন্ট কমে ৯ হাজার ২২৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১২ হাজার ২৭৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৯ পয়েন্ট কমে ১৫ হাজার ২৪৩ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম। লেনদেন হয় মোট ৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/জেএস)