logo ১৬ মে ২০২৫
সামাজিক সংকট সমাধানে ইসলাম
ইসলাম ডেস্ক
১৬ মার্চ, ২০১৫ ২০:৫৪:৫৪
image

ঢাকা: পৃথিবীর কোনো সমাজই সমস্যামুক্ত নয়। এসব সমস্যা সমাধানে আধুনিক-বিজ্ঞান ও প্রযুক্তি নানাভাবে চেষ্টা করছে। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ। অভিজ্ঞতার আলোকে এটা প্রমাণিত যে, ইসলামি জীবনব্যবস্থাই হলো সামাজিক এসব সমস্যার উৎকৃষ্ট সমাধান। মানবজীবনে সম্ভাব্য যত সমস্যা হতে পারে এর সব সমাধানই ইসলাম দিয়েছে। যেমন দারিদ্র্য সমস্যা প্রত্যেক সমাজের একটি মারাত্মক সমস্যা। দারিদ্র্য নিরসনের কার্যকরি নির্দেশনা ইসলাম দিয়েছে। কোরআন-হাদিসে দারিদ্র্যদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে ধনীদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। অর্থনৈতিক সুষম বণ্টন এবং জাকাতভিত্তিক অর্থব্যবস্থা চালু করলে দারিদ্র্য দূর হতে পারে।


বেকারত্ব সমাজের একটি বড় সমস্যা। রাসুল (সা.) সব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে মডেল হিসেবে রেখে গেছেন মদিনা রাষ্ট্রকে। তিনি নিজে সবধরনের কাজ করেছেন। হালালভাবে জীবিকা উপার্জনে যেকোনো কাজে কোনো দ্বিধা করেননি। শ্রম ও শ্রমিকের মর্যাদা সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি শ্রমজনিত কারণে ক্লান্ত সন্ধ্যা যাপন করে সে ক্ষমাপ্রাপ্ত হয়ে সন্ধ্যা অতিবাহিত করে।’নিরক্ষরতা ও অজ্ঞতা দূর করতেও ইসলামে রয়েছে প্রয়োজনীয় নির্দেশনা। শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে আল্লাহ তায়ালা বলেছেন, ‘পড়ুন, আপনার প্রতিপালক মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানতো না।’


ভিক্ষুক সমস্যা ইসলামের একটি মারাত্মক সমস্যা। ইসলামি সমাজে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে কর্মক্ষম ভিক্ষুকের জন্য কাজের ব্যবস্থার কথা বলা হয়েছে। রাসুল (সা.) কর্মক্ষম এক ভিক্ষুককে হাতে কুড়াল তুলে দিয়ে কর্ম করে জীবিকা উপার্জনের পদ্ধতি বলে দিয়েছেন। যৌতুক নামক যে বিষফোড়া আমাদের সমাজকে বিষিয়ে তুলছে সে প্রথাও ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ইসলামি আকিদায় বিশ্বাসী কেউ যৌতুক গ্রহণ করতে পারে না। চুরি-ডাকাতি, ছিনতাই এ ধরনের যত সামাজিক সমস্যা আছে তা নিরসনে প্রয়োজনীয় নির্দেশনাও ইসলামে রয়েছে। ‘তোমরা অন্যায়ভাবে পরস্পরের সম্পদ ভোগ করো না’ এই মূলনীতির মাধ্যমে ইসলাম সবধরনের অসততার পথ রুদ্ধ করে দিয়েছে। সুদ-ঘুষ কঠিনভাবে নিষেধ করা হয়েছে। জিনা-ব্যভিচারকে ইসলামে অত্যন্ত ঘৃণ পাপাচার হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া জুয়া, লটানি, হাউজিং, মিথ্যাচার, প্রতারণা এ জাতীয় সব অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে ইসলাম জোরালো অবস্থান গ্রহণ করেছে। এজন্য সুষ্ঠু ও কাঙ্ক্ষিত সমাজব্যবস্থার জন্য আমাদের ইসলামের দ্বারস্থ হতে হবে বার বার।