logo ১৯ মে ২০২৫
হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৫ আগস্ট
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ জুলাই, ২০১৫ ১৪:২৯:১০
image

ঢাকা: ২০১৫ সালে হজে গমনেচ্ছুদের আগামী ৫ আগস্ট থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু হচ্ছে। হজযাত্রীদেরকে এ সময় ম্যানিনজাইটিস/ইনফ্লুয়েঞ্জার টিকা প্রদান করা হবে। দেয়া হবে প্রয়োজনীয় পরামর্শসহ স্বাস্থ্যসনদ।


বৃহস্পতিবার হজ অফিসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নিম্নোক্ত প্রতিষ্ঠান/স্থানেক ম্যানিনজাইটিস/ইনফ্লুয়েঞ্জার টিকা প্রদান করা হবে: (ক) ঢাকা জেলা ও মহানগরী হজ্জযাত্রীদের জন্য- (১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। (২) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। (৩) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। (৪) কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। (৫) ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মুগদা, ঢাকা। (৬) সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়ীয়া, ঢাকা। (৭) বাংলাদেশ সচিবালয় ক্লিনিক, ঢাকা।


অন্যান্য জেলার হজযাত্রীদের জন্য (১) বিভাগীয় শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। (২) জেলা শহরে সংশ্লিষ্ট সিভিল সার্জনের কার্যালয়।


উল্লিখিত কেন্দ্রসমূহে বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষান্তে ম্যানিনজাইটিস/ইনফ্লুয়েঞ্জার টিকা নিয়ে সংগৃহীত স্বাস্থ্যসনদ বিমানবন্দরে প্রদর্শনের নিমিত্ত নিজ হেফাজতে রাখতে হবে মর্মে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


 (ঢাকাটাইমস/২৪জুলাই/জেবি)