logo ১৭ মে ২০২৫
অজ্ঞানপার্টি ও ছিনতাইয়ের কবলে দুই ব্যবসায়ী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ আগস্ট, ২০১৫ ১৩:৫৩:৫৮
image

ঢাকা: রাজধানীতে অজ্ঞানপার্টি ও ছিনতাইয়ের কবলে পড়ে ২৫ হাজার টাকা মূল্যের মোবাইল সেট হারিয়ে আহত অবস্থায় দুই ব্যবসায়ী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন, জাহাঙ্গীর হাওলাদার (৩৫) ও মশিউর রহমান (৩৮)। রবিবার সকালে এঘটনা দুটি ঘটে।


জানা গেছে, জাহাঙ্গীর হাওলাদার পটুয়াখালী থেকে এসে রবিবার সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে নামেন। সেখানে অজ্ঞানপার্টির সক্রিয় সদস্যরা বন্ধু সেজে তাকে খাদ্যদ্রব্যের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ায়। এরপর অচেতন হয়ে পড়লে সঙ্গে থাকা ২৫ হাজার টাকার মোবাইল সেট তারা নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।


অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির আনসার সদস্যর আবদুল আজিজ।


জাহাঙ্গীর হাওলাদার নিজ এলাকায় আইসক্রিমের ব্যবসা করেন। তার পিতার নাম আবদুল মজিদ হাওলাদার।


অপরদিকে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন মশিউর রহমান (৩৮) নামের এক ব্যবসায়ী। তিনি মুরগি ব্যবসায়ী বলে জানা গেছে।


জানা গেছে, রবিবার ভোর পাঁচটার দিকে ব্যবসার কাজে বের হন। এসময় সেখানকার বউবাজার এলাকার কাছে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তিনি চিৎকার করলে ওই ব্যবসায়ীর কোমরে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। তবে তারা কোনো কিছু নিতে পারেনি। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।


(ঢাকাটাইমস/৯আগস্ট/এএ/জেবি)