logo ১৭ মে ২০২৫
রাজধানীতে ফের ব্লগার হত্যা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ আগস্ট, ২০১৫ ১৪:৫৪:০৭
image

ঢাকা: রাজধানীর খিলগাঁও থানার উত্তর গোড়ান এলাকায় বাসার ভেতরে ঢুকে নিলয় (৪০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ব্লগে লেখালেখি করতেন এবং গণজাগরণ মঞ্চের কর্মী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।


আজ শুক্রবার দুপুরে গোড়ান এলাকার ১৬৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।


নগর পুলিশের (ডিএমপি)‍ ওসি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, প্রতিবেশী বিভিন্ন লোকজন বলছেন নিলয় ব্লগে লেখালেখি করতেন। তবে আমরা বিষয়টি সম্পর্কে এখনও নিশ্চিত নই। বিষয় খতিয়ে দেখা হচ্ছে।


জুমার নামাজের পর দুই দফায় পাঁচজন এসে নিলয়কে হত্যা করে বলে জানান তিনি।


নিহত নিলয় গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে।


এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় জঙ্গিদের হাতে নিহত হন ব্লগার ও বিজ্ঞানমনষ্ক লেখক অভিজিৎ রায়। এসময় তার স্ত্রী বন্যাও আহত হন। এ ঘটনার মাসখানেক পর ৩০ মার্চ তেজগাঁওয়ে দিনে-দুপুরে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে। এরপর ১২ মে সিলেটে গণজাগরণ মঞ্চের সংগঠক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়।


(ঢাকাটাইমস/৭আগস্ট/এমএন/জেবি)