ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় কলেজছাত্রীকে গণধর্ষণ করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে কতিপয় যুবক। এঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। অপরদিকে ভাটারা থানা এলাকায় এক আদিবাসী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এদুটি ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন সলিমুল্লাহ কলেজের ছাত্র শাহাদত (২৩), ফয়সাল (২৫) ও বাবু (২৩)। নির্যাতনের শিকার দুজনকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওয়ারী জোনের উপ কমিশনার (ডিসি) নুরুল ইসলাম জানান, তরুণীর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে।
তরুণীর বরাত দিয়ে তিনি জানান, যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় এক পরিচিতজনের বাসায় প্রেমিককে নিয়ে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার বিকালে ৭ থেকে ৮ জন স্থানীয় যুবক ওই বাসায় ঢুকে তরুণীর প্রেমিককে আটকে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তারা স্বর্ণের গয়না ও নগদ ১০ হাজার টাকাও ছিনিয়ে নেয় ওই যুবকরা। ওই কলেজছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
তিনি আরও জানান, এ ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই কলেজছাত্রীর স্বর্ণের গয়না নেওয়ার কথা স্বীকার করলেও ধর্ষণের ব্যাপারটি অস্বীকার করেছেন।
অপরদিকে রাজধানীর ভাটারা থানার নয়ানগর এলাকায় এক আদিবাসী শিশু ধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার এ ধর্ষণের অভিযোগ দেওয়া হয় বলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুত্তাকিন জানান।
ওসি জানান, ভাটারার নয়ানগর এলাকার একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। সকালে স্কুলে যাওয়ার সময় আল-আমিন (২২) নামে এক যুবক তাকে ধর্ষণ করেছে বলে শিশুটির পরিবারের অভিযোগ।
ওসি আরও জানান, ওই আদিবাসী শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/৫আগস্ট/এএ/জেএস)