এবার গণধর্ষণের শিকার কলেজছাত্রী, গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ আগস্ট, ২০১৫ ২২:৪৯:৪২
ঢাকা: রাজধানীতে আবারও গণধর্ষণের ঘটনা ঘটেছে। যাত্রাবাড়ীতে এক কলেজছাত্রীকে দলবেঁধে ধর্ষণ করেছে তিন যুবক। এই অভিযোগে ফয়সাল, শাহাদাত ও বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে কুতুবখালীর এক বাসায় এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার এসআই এমরানুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে কলেজপড়ুয়া এক তরুণী তার এক ছেলে বন্ধুকে সঙ্গে করে কুতুবখালীতে এক পরিচিতের বাসায় আসেন। ওই সময় এলাকার বখাটে তিন যুবক ওই বাসায় ঢুকে তার ছেলে বন্ধুকে আটকে তরুণীকে ধর্ষণ করে। তরুণীর চিৎকার ও হৈ চৈয়ে আশপাশের লোকজন জড়ো হতে থাকে। পুলিশ খবর পেয়ে ওই বাসা থেকে মেয়েটিকে উদ্ধার করে তিন যুবককে ধরে আনে।
পরে ওই তরুণী থানায় এসে তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, মেডিকেল পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গত মে মাসে রাজধানীর কুড়িল এলাকায় মাইক্রোবাসে তুলে এক গারো তরুণীকে ধর্ষণ করে কয়েক দুর্বৃত্ত। গত জুলাইয়েও উত্তরায় এক কর্মজীবী নারীকে এবং পুরান ঢাকার লালবাগে এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটে।
(ঢাকাটাইমস/৪আগস্ট/জেবি)