logo ১৭ মে ২০২৫
খিলগাঁওয়ে ১২ কেজি সোনাসহ গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
০২ আগস্ট, ২০১৫ ১১:৫২:৫৮
image

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে থেকে সাড়ে ১২ কেজি সোনার বারসহ পাঁচজন চোরাচালানকারী সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।


শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সৈয়দ মাহমুদ ওরফে  হাসান জাভেদ (৩৭), মো. ফোরকান (২৭), মেহেরুন্নেছা (৪৫), বিবি ফাতেমা (৩০) ও  মো. শামসুল আলম ড্রাইভার (৪৪)।


এ সময়ে তাদের কাছ থেকে ১০৮টি সোনার বার (যার ওজন  সাড়ে ১২ কেজি) একটি প্রাইভেট কার, একটি ল্যাপটপ, চারটি পাসপোর্ট, নয়টি মোবাইল, নগদ ১৫, হাজার ৫৫৫  টাকা, ১৬ সৌদি রিয়াল, ৩০ ইউএস ডলার, ৮২ চায়না ইয়াং, ১০ জডার্ন দিনার, সাত কাতার রিয়াল ও ৩৯৫ দুবাই দেরহাম উদ্ধার করা হয়।


র‌্যাব সূত্র জানায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সন্দেহভাজন চোরাচালানকারীদের প্রাইভেটকার (যার নম্বর ঢাকা মেট্রো-খ ১২-০৯৯৫) রামপুরা ব্রিজ অতিক্রম করে। র‌্যাবের আভিযানিক দলটি গাড়িটিকে অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে গাড়িটির গতিবিধি পর্যবেক্ষণ করে ও অন্যান্য তথ্য যাচাই করে আভিযানিক দলটি প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে নিয়মিত টহল দলের সহায়তায় খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে চোলাচালানকারীদের গাড়ি গতিরোধ করে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করে।


গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশ বিমানের বিজি ২৪ বিমানটি মাসকার্ট থেকে চট্টগ্রাম হয়ে রাত সোয়া ১২টার সময় ঢাকায় অবতরণ করে। সৈয়দ মাহমুদ, মো. ফোরকান, মেহেরুন্নেছা, বিবি ফাতেমা ও শিশু শাহরিয়ারসহ চট্টগ্রাম থেকে অভ্যন্তরীণ যাত্রী হিসেবে বিমানে যাত্রা করেন। বিমানটি চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে উড্ডয়ন করার পর একজন আন্তর্জাতিক যাত্রী স্বর্ণগুলো বর্ণিত আসামিদের কাছে হস্তান্তর করলে স্বর্ণের বারগুলো শরীরের বিভিন্ন অংশে লুকিয়ে রাখে। বিমানটি ঢাকায় অবতরণের পর আন্তর্জাতিক যাত্রীরা আন্তর্জাতিক টার্মিনালে নিয়মিত তল্লাশি ওইমিগ্রেশনের মাধ্যমে বের হয়। কিন্তু আভ্যন্তরীণ টার্মিনালে তল্লাশি কিছুটা শিথিল হওয়ায় আসামীরা সহজেই স্বর্ণসহ টার্মিনাল থেকে বের হয়ে আসে। পরে তারা পূর্ব নির্ধারিত একটি প্রাইভেট কার হয়ে বংশালের উদ্দেশ্যে  রওনা দেন।


র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক (মিডিয়া) মেজর মাকসুদুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।


(ঢাকাটাইমস/২আগস্ট/এএ/জেবি)