বিকৃত রুচির ফেসবুক হ্যাকার গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ জুলাই, ২০১৫ ১৮:৩২:৪৮

ঢাকা: দীর্ঘদিন নারীদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাতের অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম মাহমুদুল হাসান (২০)। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র।
মঙ্গলবার রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ডিএমপির উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মো. মুনতাসিরুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে হ্যাকার মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি কম্পিউটার ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহমুদুল হাসান জানিয়েছেন, সে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র। সে ফিশিং, কি-লগার প্রোগ্রাম এবং সোস্যাল ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে থাকে। এভাবে সে একটি অ্যাকাউন্ট হ্যাক করে তার ফ্রেন্ডলিস্টে থাকা ভুক্তভোগীর ট্যাগ বাছাই করে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে। এরপর ভুক্তভোগীর ব্যক্তিগত সব তথ্য-ছবি সংগ্রহ করে ভুক্তভোগীর নতুন ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে তার আগের হ্যাক করা কামাল আহম্মেদ নামের আরেকটি অ্যাকাউন্ট থেকে চ্যাট করে। ফেসবুক চ্যাটের মাধ্যমে সে ভুক্তভোগীর একান্ত ব্যক্তিগত কিছু ছবি ভুক্তভোগীকে পাঠিয়ে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। রাজি না হলে ওই ছবিগুলো ফেসবুকসহ সোস্যাল মিডিয়ায় আপলোড করার হুমকি দেয়। এছাড়া ভুক্তভোগী বিবাহিত হলে তাদের দাম্পত্য জীবন বিপর্যস্ত করারও হুমকি দেয়। এক্ষেত্রে সে বিবাহিত এবং যার স্বামী বিদেশে থাকে এমন মেয়েদেরকেই অ্যাকাউন্টে টার্গেট হিসেবে বেছে নেয়।’
মুনতাসিরুল ইসলাম আরও বলেন, একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/২৯জুলাই/জেবি)