logo ১৮ মে ২০২৫
নতুন করে অনুপ্রাণিত হচ্ছে জঙ্গিরা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ জুলাই, ২০১৫ ১৭:১৩:৩২
image

ঢাকা: গত দু`বছর ধরে সারা বিশ্বে জঙ্গিবাদের যে মেরুকরণ ঘটেছে তাতে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো নতুন করে অনুপ্রাণিত এবং সংগঠিত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশ বলছে, পরিস্থিতি এখনও তাদের নিয়ন্ত্রণেই রয়েছে।


আজ মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি`র সদস্যদের জ্ঞিাসাবাদ করে পুলিশ জানতে পারছে যে জেএমবি মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-এর সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল।


এর আগে গোয়েন্দা পুলিশ রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ৮ ব্যক্তিকে আটক করে।


পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতদের একজনের নাম আবু তালহা মোহাম্মদ ফাহিম ওরফে পাখি যিনি জেএমবি'র ভারপ্রাপ্ত আমির।


কারাগারে আটক জেএমবি'র বর্তমান আমির মাওলানা সাইদুর রহমানের অবর্তমানে তার ছেলে দায়িত্ব পালন করছিল বলে পুলিশ বলছে।


মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা সাইদুর রহমানকে কারাগার থেকে মুক্ত করার পরিকল্পনা করছিল। পাশাপাশি বেশ কিছু স্থান ও লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনাও তাদের ছিল বলে তিনি জানান। পুলিশ এদের কাছ থেকে জিহাদি বই, লিফলেট ও জিহাদি সিডি উদ্ধার করেছে। তবে পুলিশের এসব দাবি সম্পর্কে অভিযুক্তদের কোনো ভাষ্য এখনও জানা যায়নি।


(ঢাকাটাইমস/২৮জুলাই/জেবি)