সাভার: সাভারে নেশার টাকা না পেয়ে আছিয়া নামে এক বৃদ্ধা মাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে মাদকাসক্ত ছেলে। সোমবার সকালে সাভারের ব্যাংক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সকালে ব্যাংক কলোনির নিজ বাসায় মা আছিয়ার কাছে নেশা করার জন্য কয়েক হাজার টাকা দাবি করেন ছেলে আরিফ। টাকা দিতে রাজি না হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় আরিফ।
বাড়ির অন্য লোকজন দ্রুত বৃদ্ধা মাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) ভর্তি করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান।
(ঢাকাটাইমস/২৭জুলাই/প্রতিনিধি/এমআর)