logo ১৮ মে ২০২৫
বিপুল পরিমাণ মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ জুলাই, ২০১৫ ১৫:৩২:৪৭
image

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার ১ নম্বর রেলগেইট কারওয়ান বাজার আবাসিক হোটেলের সামনে পাকা রাস্তার উপর বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- প্রেম সাংমা (২৬) ও  জাহাঙ্গীর (২৫)।


সোমবার সকাল পৌনে নয়টার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও ১৬৭ বোতল দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়।


র‌্যাব সূত্র জানায়, সোমবার সকাল পৌনে নয়টার সময় রাজধানীর তেজগাঁও থানার পূর্ব তেজতুরী বাজার ১ নম্বর রেলগেইট কারওয়ান বাজার আবাসিক হোটেলের সামনে পাকা রাস্তার উপর থেকে প্রেম সাংমা ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই-বাছাই করা হচ্ছে।


র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মেজর মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


(ঢাকাটাইমস/২০জুলাই/এএ/জেবি)