logo ১৮ মে ২০২৫
জাল টাকা তৈরি করছে ১৫টি চক্র
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ জুলাই, ২০১৫ ১৪:১৮:৪৪
image

ঢাকা: রাজধানীতে ঈদ উপলক্ষে জাল টাকা তৈরি করতে ১৫টি চক্র সক্রিয় রয়েছে। জাল টাকা চক্রের সাত সদস্যকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এতথ্য জানান গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগের উপকমিশনার মো. মাহবুব আলম।


মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।


গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মনিরুল ইসলামের নির্দেশনায় এ অভিযান চালানো হয়। অভিযানে ৩২ ভরি সোনা ও আট ভরি রূপাসহ রফিকুল ইসলাম নামের এক ডাকাত ও দুই লাখ ৭৮ হাজার জাল টাকাসহ এ চক্রের সাতজনকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আলাউদ্দিন, মো. ইউনুস মিয়া, মো. আলতাফ হোসেন, মো. রঞ্জু, মো. বাদল হোসেন, মো. মিল্টন শেখ ও ইউসুফ আলী হাওলাদার।  


সংবাদ সম্মেলনে মাহবুব আলম বলেন, পবিত্র ঈদ উপলক্ষে রাজধানীতে জাল টাকা উৎপাদন ও বিক্রির সঙ্গে ১৫টি চক্র সক্রিয় রয়েছে। সোমবার দিবাগত রাতে রাজধানীর গুলিস্তানের নাট্যমঞ্চ এলাকা থেকে জাল টাকা লেনদেনের সময় তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।


মাহবুব আলম আরও বলেন, সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে রাজধানীর গেন্ডারিয়ার সতীশ সরকার রোডে পৃথক আরেকটি অভিযান চালিয়ে সোনা-রূপাসহ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি। এসময় তার কাছ থেকে একটি চাপাতি, একটি চাকু, একটি হাতুড়ি, একটি লোহা কাটার হেক্সা ব্লেড, একটি পাইপ রেঞ্জ, একটি স্টার স্ক্রু ড্রাইভার, ৫৯টি সোনার চেইন, চারটি সোনার চুরি, দুটি সোনার গলার হার, চারটি ব্রেসলেট, ১৭টি সোনার আংটি, চারটি নাকফুল, ২৩টি কানের দুল, ১৩টি লকেট, একটি রূপার নুপুর, একটি টিকলি ও ইমিটেশনের বিভিন্ন গহনা উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ১১ লাখ ৫০ হাজার টাকা।


জিজ্ঞাসাবাদে রফিকুল রাজধানীর বিভিন্ন বাসা ও সোনার দোকানে ডাকাতির কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


(ঢাকাটাইমস/১৪জুলাই/এএ/জেবি)