logo ১৮ মে ২০২৫
রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ জুলাই, ২০১৫ ০৯:২৫:৫০
image

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায় এক ক্যাবল ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।


সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. মজিবুর রহমান (৫০)। মঙ্গলবার ভোর পাঁচটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নিহত মজিবুর রহমানের ভাই মো. সাজু ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি পুরান ঢাকার নবাবপুর এলাকায় ক্যাবলের ব্যবসা করতেন। সোমবার দিবাগত রাত তিনটার সময় বাসায় ফিরছিল। ওই সময়ে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা তাকে গুলি ও আঘাত করে বাসার সিঁড়ির নিচে ফেলে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোর পাঁচটার সময় মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় পুলিশ বাড়ির দারোয়ান রুবেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে।


(ঢাকাটাইমস/১৪জুলাই/এএ/এমএন)