logo ১৮ মে ২০২৫
রাজধানীতে ভুয়া ডিবিসহ গ্রেপ্তার ১৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১৩ জুলাই, ২০১৫ ১২:২৪:৪১
image

ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থান থেকে পৃথক ঘটনায় ভুয়া ডিবি পুলিশসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা  হলেন মো. তৌফিকুল ইসলাম ওরফে রন্টি, মো. আলম ভান্ডারি, সাইফুল ইসলাম মুন্না, মীর মো. মাসুম, মো. রাসেল, মো. সাদেক ফকির, মো. ইউসুফ, ভুয়া ডিবি আবু বকর সিদ্দিক, পমা. আবুল হোসেন ও মো. শরীফ হোসেন ওরফে জনি।


রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সোমবার দুপুরে এসব তথ্য জানান ডিবির যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।


তিনি বলেন, রবিবার সকালে রাজধানীর অ্যালিফেন্ট রোড এলাকা থেকে ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজি করার সময় আবু বকর, আবুল ও শরীফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছথেকে এক জোড়া হ্যান্ডকাপ, একটি ওয়ারলেস সেট, একটি মাইক্রোবাস ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। তারা দুই থেকে তিন বছর ধরে ডিবি পুলিশ পরিচয়ে ঢাকা ও আশপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছে। এ চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


মনিরুল ইসলাম বলেন, রবিবার রাতে উত্তরা এলাকা থেকে রন্টি ও আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ছিনতাই করা একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। ওই প্রাইভেট কারটি তারা চুরি-ছিনতাইয়ের কাজে ব্যবহার করত। এরা এর আগেও চুরি, ছিনতাই ও ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হয়েছে এবং এদের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


তিনি আরও বলেন, গত ২৪ জুন মধ্যরাতে রন্টি ও আলমের নেতৃত্বে একটি চক্র তেজগাঁও শিল্পাঞ্চলের ফ্লাইওভার সামনে একজনকে গুলিবিদ্ধ করে একটি প্রাইভেট কার ছিনতাই করেছিল। এ ঘটনার পর রন্টি ও আলম পলাতক ছিলেন। পরে রবিবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি।


ডিবির যুগ্ম-কমিশনার বলেন, রবিবার রাতেই রমনার ইস্কাটন গার্ডেন রোডের হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সাইফুল, মাসুম, রাসেল, সাদেক ও ইউসুফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি ওয়ার্লেস চার্জার, দুটি চাপাতি, দুটি ইউরো স্ট্যান্ডার্ড স্টিলের হ্যান্ডকাপ ও একটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়। তারা রমনার দিলু রোড এলাকায় ডাকাতি করার জন্য আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি নিচ্ছিল।


গ্রেপ্তার সবাইকে আদালতে পাঠানো হয়েছে, আদালত থেকে রিমান্ডে নিয়ে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।


(ঢাকাটাইমস/১৩জুলাই/এএ/জেবি)