logo ১৮ মে ২০২৫
রাজধানীতে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ জুলাই, ২০১৫ ১৮:২২:৩৪
image

ঢাকা: রাজধানীর তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও পুরান ঢাকার চকবাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন মো. ইমরান হোসেন ভুঁইয়া (৩৭), মো. তারেক (২৮) ও মো. প্রিন্স মুন্সী (২২)।


শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৯৮ লিটার চোলাই মদ, ৩৫০ পিস ইয়াবা, ১৬ কেজি গাঁজা, ৮৫ বোতল  ফেনসিডিল  ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়েছে।


র‌্যাব সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে আটটার সময় কারওয়ান বাজার ওয়ের্স্টান আইডিয়াল ইনস্টিটিউটের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৯৮ লিটার চোলাই মদসহ মো. ইমরান হোসেন ভুঁইয়াকে আটক এছাড়াও রাজধানীর রামপুরা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।


অপর দিকে শনিবার বেলা সাড়ে ১১টার সময় পুরান ঢাকার চকবাজার থানার খাজে দেওয়ান প্রথম গলির ২৮/১ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রির সময় মো. তারেককে ৩৫০পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৬০ হাজার ৪২০ টাকাসহ আটক করে।


এদিকে শনিবার দুপুর পৌনে একটার সময় তেজগাঁও শিল্পাঞ্চল থানার এফডিসির পেছনে মোল্লাবাড়ী বস্তি থেকে ১৬ কেজি গাঁজাসহ মো. প্রিন্স মুন্সীকে আটক করা হয়।


(ঢাকাটাইমস/৪জুলাই/এএ/জেবি)