logo ১৮ মে ২০২৫
১৮ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ একজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ জুন, ২০১৫ ১৭:৪২:০৭
image

ঢাকা: রাজধানীর দারুস সালাম থানা এলাকার দুইটি বাসায় অভিযান চালিয়ে পৌনে ১৮ কোটি টাকার বিভিন্ন ধরনের জাল স্ট্যাম্প উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় বুলবুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিআইডি।


শনিবার দুপুরে সিআইডির মিরপুর ইউনিটের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে দারুস সালাম থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানে দুইটি বাসা থেকে যেসব জাল স্ট্যাম্প উদ্ধার করা হয় তারমধ্যে রয়েছে জুডিশিয়াল, নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প।


রুহুল আমিন জানান, শুক্রবার ভোরে দারুস সালামের লালকুঠির সি/১২৫ নম্বর বাসায় অভিযান চালিয়ে ১৭ কোটি ৫৫ লাখ ৫৪ হাজার টাকার জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়। এ সময় জাল স্ট্যাম্প তৈরি করে বিক্রির অভিযোগে বুলবুলকে গ্রেপ্তার করা হয়।


অপরদিকে শুক্রবার রাতে লালকুঠির সি/১৫৮ (প্রথম কলোনী) নম্বর বাসায় অভিযান চালিয়ে ২৬ লাখ ৮৫ হাজার ২০০ টাকার জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সৌরভ পলাতক রয়েছেন।


(ঢাকাটাইমস/২০জুন/এএ/জেবি)